রংপুরের পীরগঞ্জে একটি পুকুরের পাড় থেকে মোকছেদ আলী (৪৬) নামে এক অটোভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের কৈগাড়ী গ্রামের পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, মোকছেদ আলী উপজেলার রামনাথপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের মৃত খিজির উদ্দিনের ছেলে। গতকাল সোমবার সন্ধ্যায় ব্যাটারিচালতি অটোভ্যান নিয়ে ভাড়ার উদ্দশ্যে বাড়ি থেকে বের হন তিনি। রাতে আর বাড়িতে ফিরে আসেননি। মঙ্গলবার ভোর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করে তার স্বজনরা। পরে কৈগাড়ী গ্রামের একটি পুকুরপাড়ে একজনের গলাকাটা মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে গিয়ে মরদেহটি শনাক্ত করা হয়।

এদিকে দুপুরে ঘটনাস্থল থেকে মোকছেদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এখনো হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। 

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, নিহতের বড় ছেলে খোরশেদ মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। 

ফরহাদুজ্জামান ফারুক/আরআই