ফেনীতে স্বপনের কাছে জামানত হারালেন আলাল
নজরুল ইসলাম স্বপন
একসময়ের বিএনপির ঘাঁটিখ্যাত ফেনী পৌরসভা নির্বাচনে ভরাডুবি ধানের শীষের। আওয়ামী লীগের তরুণ প্রার্থী নজরুল ইসলাম স্বপনের কাছে জামানত হারালেন জেলা বিএনপির সদস্য সচিব অভিজ্ঞ আলাল উদ্দিন আলাল।
ঘোষিত ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী (নৌকা) পেয়েছেন ৬৯ হাজার ৩০৯ ভোট, বিএনপির মনোনীত প্রার্থী আলাল উদ্দিন আলাল (ধানের শীষ) ১ হাজার ৯৪৯ ভোট, জাতীয় পার্টির ইয়ামিন হাসান ইমন (লাঙ্গল) ২১০ ভোট, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) তারিকুল ইসলাম (সিংহ) ৩২০ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. গোলামুর রহমান আজমে (হাত পাখা) পেয়েছেন ২৫১ ভোট।
বিজ্ঞাপন
শনিবার রাতে জেলা নির্বাচন কার্যালয়ের হলরুমে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে দুপুরে ভোট বর্জন করেন বিএনপি প্রার্থী আলাল উদ্দিন আলাল বলেন, ভোটে ব্যাপক কারচুপি হয়েছে। রাতেই বিভিন্ন ভোটকেন্দ্রে অবস্থান নেয় বহিরাগত সন্ত্রাসীরা। দিনের বেলায় কেন্দ্র দখল করে তারা জাল ভোট দেয়। কারচুপির এ নির্বাচন আমরা মানি না। আমরা ভোট বাতিল করে পুনর্নির্বাচনের দাবি করছি।
বিজ্ঞাপন
এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৭ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীকের বাহার মিয়া ৫৫৫০ ভোট পেয়ে, ৮ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মফিজ উল্ল্যা উটপাখি প্রতীকে ৩২৬১ ভোট পেয়ে, ১০ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ খালেদ খান উটপাখি প্রতীকে ৫৭৮৬ ভোট পেয়ে, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে উটপাখি প্রতীকে মো. হারুন-অর-রশিদ ১৭৮৬ ভোট পেয়ে, ১৪ নম্বর নুরুল আলম দিদার উটপাখী প্রতীকে ২৮৭৩ ভোট পেয়ে, ১৫ নম্বর ওয়ার্ডে মাহবুবুল হক উটপাখি প্রতীকে ১৮০২ ভোট পেয়ে, ১৭ নম্বর ওয়ার্ডের উটপাখি প্রতীকে মোহাম্মদ মানিক ১১০২ ভোট পেয়ে, ১৮ নম্বর ওয়ার্ডে সাইফুর রহমান উটপাখি প্রতীকে ২৭১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এ ছাড়া ৫ নম্বর সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে আনারস প্রতীকে মঞ্জু রানী দেবী ৯৫৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি চশমা প্রতীকে রোকসানা আক্তার ২৪১ ভোট পেয়েছেন।
হোসাইন আরমান/এনএ