শরীফ উদ্দিন প্রধান

পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) শরীফ উদ্দিন প্রধান বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। পাবনা সদর উপজেলা নির্বাচন কমিশনের সম্মেলনকক্ষে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান শনিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত বেসরকারি ফলাফলে জেলা যুবলীগের সাবেক সভাপতি, স্বতন্ত্র প্রার্থী নারিকেলগাছ প্রতীকের শরীফ উদ্দিন প্রধান ২৭ হাজার ৯৬৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি পেয়েছেন ২৭ হাজার ৮৪৭ ভোট। ১২২ ভোটে আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হলেন বিদ্রোহী প্রার্থীর কাছে।

এ ছাড়া এই নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নুর মোহাম্মদ মাসুম পেয়েছেন ৭ হাজার ৫০৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী চৌধুরী মোহাম্মদ মাহাবুবুল হক রাজন পেয়েছেন ২৭৬ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) প্রার্থী আবু বকর সিদ্দিক পেয়েছেন ১৬৫৯ ভোট।

সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে নেওয়া হয়েছিল সব ধরনের ব্যবস্থা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ভোট গ্রহণ শেষ হয়ে ফলাফল ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেছেন, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে যা যা করণীয় সব করা হয়েছিল, সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলায় যারা নিয়োজিত ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

 

রাকিব হাসনাত/এনএ