৩৪ গুণ ভোট বেশি পেয়ে নৌকার হ্যাটট্রিক জয়
হারিছুর রহমান হারিছ
বরিশালের গৌরনদী পৌরসভায় মেয়র পদে হ্যাটট্রিক করলেন হারিছুর রহমান হারিছ। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নানের তুলনায় ৩৪ গুণ বেশি ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন হারিছ।
সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান তালুকদার জানিয়েছেন, নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে হারিছুর রহমান ২৩ হাজার ২৭২ ভোট এবং ধানের শীষ প্রতীক নিয়ে শরীফ জহির সাজ্জাদ হান্নান পেয়েছেন ৬৭৯ ভোট।
বিজ্ঞাপন
যদিও বিকেল ৩টায় গৌরনদীর নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন ডেকে ভোট বর্জন করেন শরীফ জহির সাজ্জাদ হান্নান। তিনি দাবি করেন, বিএনপির এজেন্ট বের করে দেওয়া, কাউন্সিলর প্রার্থীদের ভোট দেওয়ার পর ভোটারদের কাছ থেকে ব্যালট রেখে নৌকায় সিল মারা, এমনকি নির্বাচন কর্মকর্তার সামনেই তাকে কেন্দ্র থেকে বের করে দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে তিনি পুনরায় ভোটগ্রহণের দাবি জানান।
তবে কাউন্সিলর পদে কারা বিজয়ী হয়েছেন তা জানাতে পারেনি উপজেলা নির্বাচন কর্মকর্তা। এদিকে নির্বাচিত হওয়ার পর হারিছুর রহমান ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, এ বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিজয়।
বিজ্ঞাপন
সৈয়দ মেহেদী হাসান/এমএসআর