শহীদ বুদ্ধিজীবী দিবসে স্বেচ্ছাসেবক লীগ নেতার মিছিলে গান-নাচ
পটুয়াখালীর বাউফলে শহীদ বুদ্ধিজীবী দিবসে স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে হিন্দি গান বাজিয়ে মিছিল করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার বিভিন্ন সড়ক মিছিলটি প্রদক্ষিণ করে।
১০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, ট্রলিতে সাউন্ডবক্স বসিয়ে হিন্দি গান বাজিয়ে নাচছিলেন কয়েকজন যুবক। সামনে-পেছনে অর্ধশত মোটরসাইকেলে করে হর্ন বাজিয়ে দেড় শতাধিক নেতা-কর্মী ‘খেলা হবে, খেলা হবে’ স্লোগানে মুখর করে সড়কপথ।
বিজ্ঞাপন
ওই মিছিলের নেতৃত্বে ছিলেন পটুয়াখালীর বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো. হারুন অর রশিদ খান। ওই নাচানাচির দৃশ্য তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি থেকে লাইভ করেছেন।
বুদ্ধিজীবী দিবসে এমন মিছিল দেখে সাধারণ মানুষ ও নিজ দলীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক কর্মী বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগের ওই নেতা পাগল হয়ে গেছে।’
বিজ্ঞাপন
বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দি ফরাজি বলেন, ‘কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ শহীদ বুদ্ধিজীবী দিবসে হিন্দি গান বাজিয়ে নাচতে পারেন না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
এ বিষয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা হারুন অর রশিদ মুঠোফোনে বলেন, ‘বিজয়ের মাস। এজন্য মিছিল করেছি।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএসআর