গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রোজিনা আক্তার (৩০) নামে গৃহবধূকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার দায়ে সবুজ ফকির (৩৮) নামে একজনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত।

বুধবার (১৫ ডিসেম্বর) গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবুজ ফকির সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শাহাবাজ গ্রামের শাজাহান ফকিরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রাষ্টপক্ষের আইনজীবী (পিপি) পাবলিক প্রসিকিউটর ফারুক আহমেদ প্রিন্স ঢাকা পোস্টকে বলেন, সবুজ ফকিরের সঙ্গে রোজিনা আক্তারের স্বামী জহুরুল ইসলামের অর্থনৈতিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় একাধিকবার দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এর জেরে গত ২০১৮ সালের ৯ এপ্রিল সবুজ ফকির জহুরুল ইসলামের স্ত্রী রোজিনা বেগমের পথ রোধ করেন। পরে কথাকাটাকাটির এক পর্যায়ে সবুজ উত্তেজিত হয়ে রোজিনার পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে রোজিনাকে রংপুর মেজিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রোজিনার মৃত্যু হয়। 

এ ঘটনায় রোজিনার স্বামী জহুরুল ইসলাম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ৪ বছর পর ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

রিপন আকন্দ/আরআই