বৃদ্ধার মরদেহ

রাজবাড়ীর গোয়ালন্দে ট্রেন থেকে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার আড়কাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স অনুমানিক ৭০ বছর। খবর পেয়ে গোয়ালন্দ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধা ট্রেন থেকে লাফিয়ে রেল সড়কের পাশে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোয়ালন্দ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনিল চন্দ্র বলেন, বিকেলে গোয়ালন্দ ঘাট রেলস্টেশন থেকে রাজবাড়ীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। মরদেহ এখনও গোয়ালন্দ রেলওয়ে থানায় আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রোববার (৩১ জানুয়ারি) রাজবাড়ী মর্গে পাঠানো হবে।

মীর সামসুজ্জামান/এসপি