ওয়াজেদ আলী

রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াজেদ আলী মাস্টার (নৌকা) ১১ হাজার ১৬১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক ফরহাদ জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ২৪৩ ভোট। বিএনপি মনোনীত প্রার্থী রইচ উদ্দীন খান ১ হাজার ৮৫৬ ভোট পেয়েছেন।

এ সময় বিজয়ী মেয়র প্রার্থীর সমর্থকরা আনন্দ মিছিল বের করেন এবং বিজয়ী মেয়রকে ফুলেল শুভেচছা জানান সমর্থক ও কর্মীরা।

শনিবার রাত ৮টার দিকে পাংশা উপজেলা পরিষদ হলরুমে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণে ৭২.৪৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানান তিনি।
এ নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

মীর সামসুজ্জামান/এমএসআর