নৌকার বিজয়ীরা

টাঙ্গাইলে পাঁচ‌ পৌরসভায় আওয়ামী লী‌গের নৌকা প্রতী‌কের প্রার্থী বেসরকা‌রিভা‌বে ফলাফ‌লে বিজয় লাভ ক‌রে‌ছেন। জেলার সখীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।

তিনি ৭ হাজার ৮৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিব জগ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫৪৪ ভোট।

বিষয়টি সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা চিত্রা শিকারী নিশ্চিত করেছেন। সখীপুরে ২১ হাজার ৬৬৯ ভোটের মধ্যে ১৭ হাজার ৭০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

মির্জাপুরে নৌকা প্রতীকের সালমা আক্তার ১২ হাজার ৪৭৮ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম ২ হাজার ৯২৪ ভোট পেয়েছেন। বিষয়টি সহকারী রিটার্নিং অফিসার উম্মে তানিয়া নিশ্চিত করেছেন।

ভূঞাপুর পৌরসভার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ ৯৪১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৪৪১৩ ভোট, আর আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার জগ প্রতীকে পেয়েছেন ৩৭০১ ভোট।

এ‌তে তৃতীয়বা‌রের মতো নৌকা প্রতী‌কের মাসুদুল হক মাসুদ নির্বা‌চিত হ‌লেন। সহকা‌রী রিটার্নিং অফিসার ও ময়মনসিংহের অতিরিক্ত আঞ্চ‌লিক কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

মধুপু‌র পৌরসভায় আওয়ামী লীগের সিদ্দিক হোসেন খান নৌকা প্রতী‌কে পে‌য়ে‌ছেন ২৬০৭৯ ভোট, বিএন‌পির আব্দুল ল‌তিফ ধা‌নের শীষ প্রতী‌কে ১৬৫১ ভোট পে‌য়ে‌ছেন। বেসরকা‌রি ফলাফ‌লে নৌকা প্রার্থী‌কে বিজয়ী ঘোষণা করা হয়। 

মধুপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ‌রিফা জহুরা  বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন।

টাঙ্গাইল সদর পৌরসভায় আওয়ামী লী‌গের নৌকা প্রতী‌কের সিরাজুল হক আলমগীর বেসরকা‌রিভা‌বে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

অভিজিৎ ঘোষ/এমএসআর