বিজয়ের ৫০ বছর উদযাপনে সাদের ভিন্ন রকম সাধ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কী ও বিজয়ের ৫০ বছর উদযাপন করতে ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে সাদ রহমত উল্লাহ সামি নামে জয়পুরহাটের এক শিক্ষার্থী।
বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ৬টায় জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানের সামনে থেকে হেঁটে রওনা দিয়ে ঐতিহাসিক পাহাড়পুর বাজার, বদলগাছী উপজেলা হয়ে প্রায় ১১ ঘণ্টা হেঁটে ৫০ কিলোমিটার পূর্ণ করে বিকেল ৫টায় নওগাঁ শহরের বাটার মোড়ের সামনে পৌঁছায়। এসময় সে ৫০ জনকে ৫০টি পতাকা উপহার দেয়।
বিজ্ঞাপন
সাদ রহমত উল্লাহ সামি জয়পুরহাট পৌর শহরের হাজী বদরউদ্দীন রোড প্রফেসরপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে জয়পুরহাটের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষায় আছে।
৫০ কিলোমিটার হাটার পরিকল্পনার বিষয়ে সাদ রহমত উল্লাহ ঢাকা পোস্টকে জানায়, মুক্তিযোদ্ধারা যুদ্ধে অনেক ত্যাগ শিকার করেন। তাদেরকে উৎসর্গ করে হাটার চিন্তা মাথায় চলে আসে। এ লক্ষ্যে আজ সকালে জয়পুরহাট থেকে নওগাঁ পর্যন্ত ৫০ কিলোমিটার হাটা শুরু করে বিকেল ৫টায় শেষ করি। এ সময়ে ৫০টি পতাকা মানুষদের মাঝে উপহার দেই এবং তাদের সে দেশপ্রেম নিয়ে কথা বলি।
বিজ্ঞাপন
সাদ রহমত উল্লাহ'র চাওয়া তার মতো সকল তরুণদের মনে দেশ প্রেম জাগ্রত হোক এবং দেশকে ভালোবাসুক।
প্রসঙ্গত, এ বছরের গত ২৩ মে ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাইসাইকেল চালিয়ে ১০২ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল সাদ রহমত উল্লাহ সামি ও তার বন্ধু আবিদ আজমাঈন অয়ন।
চম্পক কুমার/এমএএস