নির্বাচনী প্রচারণায় গিয়ে শিশু নিহত, আহত ৩
নোয়াখালীর সদর উপজেলার ১ নং চরমটুয়া ইউনিয়নে নৌকা প্রার্থীর প্রচারণায় গিয়ে ট্রাক থেকে পড়ে মেহরাজ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে ৩ জন।
বুধবার (১৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে চরমটুয়া ইউনিয়নের মনারখিল গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
নিহত মেহরাজ একই ইউনিয়নের ধর্মপুর গ্রামের পাটওয়ারী বাড়ির সৌদিপ্রবাসী মোহন পাটওয়ারীর ছেলে। সে স্থানীয় উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, চরমটুয়া ইউনিয়নে নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন বাবলুর নির্বাচনী প্রচারণা হচ্ছিল ট্রাকে করে। এ সময় মনারখিল গ্রামে যাওয়ার পথে ট্রাক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
বিজ্ঞাপন
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
হাসিব আল আমিন/এনএ