ভৈরবে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৭
কিশোরগঞ্জের ভৈরবে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে আসামি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে পৌর শহরের নিউটাউন ও মালগুদাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে সোমবার (১৩ ডিসেম্বর) রাতে আশরাফুল আলম বিজন ও তানিম নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার রাতে গ্রেফতাররা হলেন- পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার আকবর আলী, একই এলাকার সারোয়ান জাহান রানা, একই এলাকার নামিন, মোস্তাকিন ও ঘোড়াকান্দা এলাকার রিপন।
বিজ্ঞাপন
গ্রেফতাররা প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তারা বলেন, ঘটনার দিন দুজন পুলিশ অফিসারকে ছুরিকাঘাত করে আহত করেন তারা।
মামলার তদন্ত কর্মকর্তা ভৈরব থানা পুলিশের পরিদর্শক মো. শ্যামল মিয়া বলেন, মঙ্গলবার আসামি আকবরকে গ্রেফতার করা হয়। পরে আকবর এ ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে স্বীকার করে এবং কয়েকজনের নাম জানায়। তার স্বীকারোক্তি অনুযায়ী আরও চারজনকে রাতেই গ্রেফতার করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদ করতে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করবেন বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
এর আগে গত রোববার (১২ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে পুলিশের এএসআই রেজাউল করিম ও এএসআই করিম শহরের ঘোড়াকান্দা এলাকায় রাসেলকে গ্রেফতার করেন। এ সময় তার সঙ্গে থাকা মাদক ব্যবসায়ী সানিসহ (২৮) প্রায় ১৫ থেকে ২০ জনের একটি দল দুই পুলিশের ওপর লাঠিসোঁটা, রামদা নিয়ে আক্রমণ করে। এ সময় দুই পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করা হয়।
পরে মাদক ব্যবসায়ীরা রাসেলকে ছিনিয়ে নিয়ে যায়। ভৈরব থানা পুলিশ খবর পেয়ে দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত দুই পুলিশ কর্মকর্তার হাতে ও গলায় ১০টি সেলাই দেওয়া হয়। এ ঘটনায় রোববার (১২ ডিসেম্বর) রাতে এএসআই রেজাউল করিম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ ৩১ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
এসকে রাসেল/আরএআর