স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জয়পুরহাট সরকারি কলেজের (জসক) ক্যাম্পাসের অভ্যন্তরে নির্মিত দেশরত্ন শেখ হাসিনা ছাত্রীনিবাসের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশিস দত্ত আনুষ্ঠানিকভাবে এ ছাত্রীনিবাসের উদ্বোধন করেন।

এসময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নূর আলম, দর্শন বিভাগের প্রধান মো. আনিছুর রহমান, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান মো. মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর আবু বক্কর সিদ্দিক, রসায়ন বিভাগের প্রধান প্রফেসর মুনছুর রহমানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রনেতারা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কলেজ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৪ অক্টোবর ৫তলা ভবনে ১০০ জনের আবাসনের কথা চিন্তা করে নতুন ওই ছাত্রীনিবাসের ভিত্তি প্রস্থর স্থাপন করেন জাতীয় সংসদে হুইপ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট ২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ভবনটি বাস্তবায়ন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

চম্পক কুমার/এমএএস