ফরিদপুরে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ৭
ফরিদপুরে ইসলামি বক্তা আবু ত্বহাকে মুহাম্মদ আদনানকে ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে না দেওয়ায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস বিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা।
বিজ্ঞাপন
তিনি বলেন, গত ১২ ডিসেম্বর ভাটি কানাইপুর এলাকায় আমজাদ হোসেন এক ওয়াজ মাহফিলের আয়োজন করেন। ওই মাহফিলে বিতর্কিত ইসলামি বক্তা আবু ত্বহা বক্তব্য দেবেন বলে প্রচার করা হয়। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে নিষেধ করা হলেও আয়োজকরা কৌশলে পুলিশের নিষেধাজ্ঞার কথা গোপন করে ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কোনো পরামর্শ না করে তাদের কর্মকাণ্ড চালিয়ে যান। পরে এ ঘটনা নিয়ে ওয়াজ মাহফিলে উপস্থিত বিক্ষুব্ধ জনতার একাংশ স্থানীয় করিমপুর পুলিশ ফাঁড়িতে হামলা করে।
এ ঘটনায় করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুল আল মামুন শাহ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি এবং হাইওয়ে পুলিশ ফাঁড়িটি যে বাড়িতে অবস্থিত সেই ভাড়া বাড়ির মালিক নান্নু শেখ বাদী হয়ে ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ এনে একটি মামলা করেন।
বিজ্ঞাপন
ওই দুই মামলার এজাহারভুক্ত আসামি সজীব বেপারীসহ (২২) আরও ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন- রফি মোল্লা (১৮), পারভেজ মোল্লা (২১), আকাশ শেখ (২২), সোহেল (১৮), রফিক মাতুব্বর (২০) ও সাজ্জাদ (২৫)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে সজীব বেপারী ঘটনাস্থল থেকে ফেসবুকের মাধ্যমে প্রচার করে এলাকাবাসীকে পুলিশের বিরুদ্ধে উসকে দেয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন ।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. সামসুল আলম জানান, শনিবার বিকেলে গ্রেফতার সাতজনকে সাত দিনের রিমান্ড চেয়ে ফরিদপুরের এক নম্বর আমলি আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত ঢাকা-খুলনা মহাসড়কের দক্ষিণ পাশে নির্মাণাধীন আমজাদ সরদারের জুট মিল মাঠে মারকাযুত তাকওয়া ইসলামি মাদরাসা ও সরদার বাড়ি জামে মসজিদের উদ্যোগে বার্ষিক এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। রাত সাড়ে ৯টার দিকে ওয়াজ মহফিল মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয় প্রশাসনের আপত্তির কারণে আবু ত্বহা মুহাম্মদ আদনান উপস্থিত থাকলেও বক্তব্য দেবেন না। পরে ওয়াজ মাহফিল সমাপ্ত ঘোষণা করা হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা পাশের ঢাকা-খুলনা মহাসড়কে এসে বিক্ষোভ প্রদর্শন করে এবং মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। ওই সময় বিক্ষোভকারীদের একটি ক্ষুদ্র অংশ ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থিত করিমপুর পুলিশ ফাঁড়িতে হামলা করে ফাঁড়ির ভবনের কাঁচ ও অ্যাম্বুলেন্স ভাঙচুর করে।
জহির হোসেন/আরএআর