বাদামখেতে পড়ে ছিল অটোরিকশা চালকের লাশ
পঞ্চগড়ের বোদা উপজেলায় বাদামখেত থেকে লতিফুল ইসলাম (২২) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের বোয়ালামারী এলাকার একটি বাদামখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়৷।
নিহত লতিফুল ইসলাম একই উপজেলার সদর ইউনিয়নের মাগুড়াপাড়া এলাকার মৃত খামির উদ্দীনের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বোয়ালমারী এলাকার একটি বাদামখেতে কাজ করতে যান স্থানীয় কয়েকজন কৃষক। বাদামখেতে তারা ওই অটোরিকশা চালকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এরপর সুরতহাল শেষে মরদেহটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
বিজ্ঞাপন
রনি মিয়াজী/আরএআর