মোংলা বন্দরের চ্যানেলে দুর্ঘটনার কবলে তেলবাহী জাহাজ
মোংলা বন্দর চ্যানেলের ১৫ নম্বর বয়া এলাকায় দুর্ঘটনায় ডুবে যাওয়া জাহাজের একটি অংশে ধাক্কা লেগে ফার্নেস তেলবাহী ‘এমটি মনোয়ারা’ নামের জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে ধাক্কা লাগলে জাহাজটির পানির ট্যাংক ছিদ্র হয়ে যায়। তবে জাহাজটির তেলের ট্যাংকারগুলো এখনও সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।
জানা যায়, দুর্ঘটনাকবলিত জাহাজ পর্যবেক্ষণ ও নাবিকদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে কোস্টগার্ডের জাহাজ শহীদ মুনসুর আলী। মোংলা বন্দর কর্তৃপক্ষের ওয়েল স্পিল রেসপন্স ভেসেলও ঘটনাস্থলে রওনা দিয়েছে।
বিজ্ঞাপন
ক্ষতিগ্রস্ত জাহাজে ১ হাজার ৫০০ টন ফার্নেস অয়েল রয়েছে। চট্টগ্রামের আবুল কালাম অয়েল সাপ্লাই লিমিটেডের মালিকানাধীন জাহাজটি তেল নিয়ে খুলনার দৌলতপুর যমুনা তেল ডিপোতে যাচ্ছিল। শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম থেকে জাহাজটি খুলনার দৌলতপুরের উদ্দেশে রওনা হয়।
জাহাজের মালিক আবুল কালাম বলেন, ক্যাপ্টেন ফিরোজের সহযোগিতায় আমরা জাহাজটিকে খুলনার উদ্দেশে পাঠাই। ঘটনাস্থলে ডুবে যাওয়া একটি জাহাজের মার্কিং না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। জাহাজের ধাক্কায় আমাদের পানি সংরক্ষণের ট্যাংকার ছিদ্র হয়েছে।
বিজ্ঞাপন
আল্লাহর রহমতে তেলের কোনো ট্যাংকারের ক্ষতি হয়নি। একটি খালি জাহাজে কিছু তেল অপসারণ করে দুর্ঘটনাকবলিত জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করব। এজন্য একটি খালি জাহাজ পাঠানো হয়েছে বলে জানান তিনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন বলেন, পানির নিচে থাকা দুর্ঘটনাকবলিত একটি জাহাজের ধাক্কায় তেলবাহী একটি জাহাজের একটি অংশ ফেটে গেছে। ওই জাহাজের তেলের ট্যাংকারগুলো এখনও স্বাভাবিক রয়েছে।
আমরা মালিক পক্ষের সাথে যোগাযোগ করেছি। তারা খালি জাহাজ পাঠিয়ে, কিছু তেল অপসারণ করে জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেবে। তবে মোংলা বন্দরের যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
তানজীম আহমেদ/এমএসআর