নোবিপ্রবি রিজেন্ট বোর্ড থেকে এমপি পাপুলের সদস্য পদ বাতিলের আহ্বান
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কুয়েতে লক্ষ্মীপুরের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের ৪ বছরের কারাদণ্ড হওয়ায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রিজেন্ট বোর্ড থেকে সদস্য পদ বাতিলের দাবি উঠেছে। অর্থ ও মানব পাচারের মামলায় কুয়েতের একটি আদালত এমপি পাপুলকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন।
জানা গেছে, সাজাপ্রাপ্ত রিজেন্ট বোর্ড সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুলের সদস্য পদ বহাল থাকা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষার্থে কাজী শহিদ ইসলাম পাপুলের সদস্য পদ বাতিলের আহ্বান জানিয়েছেন অনেকে।
বিজ্ঞাপন
নোবিপ্রবি শিক্ষার্থী জাভেদ আদনান বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নির্ধারণী বোর্ডে অর্থ ও মানব পাচারের মামলায় কারাদণ্ড প্রাপ্ত কেউ থাকবে তা বিশ্ববিদ্যালয়ের জন্য মানহানিকর। উনাকে দ্রুত সদস্য পদ বাতিলের জন্য প্রশাসনের নিকট আহ্বান জানাচ্ছি।’
এ বিষয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক সমিতির সভাপতি ও রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘রিজেন্ট বোর্ডের সদস্য ঠিক করে থাকেন সরকার। কাউকে বাদ দেওয়া বা যুক্ত করার সুযোগ আমাদের নেই। আমরা মন্ত্রণালয়ে জানিয়েছি। অল্প কিছুদিনের ভেতর বিস্তারিত জানতে পারব।’
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম বলেন, ‘আমরা মন্ত্রণালয়ে কাজী শহিদ পাপুল সাহেবের মামলার বিষয়ে জানিয়েছিলাম। যেহেতু এখন শাস্তি হয়েছে তাই মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। আমাদের হাতে পদ বাতিলের কোনো সুযোগ নেই।’
এদিকে লক্ষ্মীপুর-২ আসনের এমপি কুয়েতে ৪ বছরের সাজাপ্রাপ্ত কারাবন্দী কাজী শহিদ ইসলাম পাপুলকে সংসদ সদস্য পদ থেকে বহিষ্কার করে তার সংসদীয় আসন কেন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানির উদ্যোগ নেয়া হয়েছে।
রুল শুনানির জন্য রোববার (৩১ জানুয়ারি) হাইকোর্টের নজরে আনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী শেখ আওসাফুর রহমান বুলু।
হাসিব আল আমিন/এমএসআর