মর্গের ছবি

কিস্তিতে কেনা ইঞ্জিনচালিত ভ্যান চুরি হয়ে যাওয়ায় ফাঁস দিয়ে আসিফ হোসেন (১৫) নামে এক চালক আত্মহত্যা করেছে। রোববার (৩১ জানুয়ারি) সকালে কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আসিফ হোসেন সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় আসিফ। সে মাদরাসায় পড়াশোনা করত। পাঁচ বছর আগে অর্থাভাবে তার পড়ালেখা বন্ধ হয়ে যায়। এরপর থেকে সে ভ্যান চালিয়ে উপার্জন করত।

আসিফের বাবা জহুরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমরা গরীব মানুষ। দিন আনি দিন খায়। এর মাঝে পরপর দুটি ইঞ্জিনচালিত ভ্যান চুরি করে নিল চোর। ভ্যান চোর আমার ছেলেকে বাঁচতে দিলো না। ভ্যান চোরের অত্যাচারের কারণে আমার ছেলে আত্মহত্যা করেছে। আমি তাদের বিচার চাই। পুলিশ ভ্যান চোরকে দ্রুত আইনের আওতায় আনুক। 

আসিফ হোসেনের চাচা দাউদ আলী বলেন, কিস্তিতে প্রায় ৫০ হাজার টাকা দিয়ে আসিফ ইঞ্জিনচালিত ভ্যানটি কিনেছিল। সেই ভ্যানটি শনিবার চুরি হয়ে যায়। এছাড়াও প্রায় মাসখানেক আগে আরও একটি ইঞ্জিনচালিত ভ্যান চুরি হয়ে যায়। ভ্যান চুরি হয়ে যাওয়ার পর সে বেকার হয়ে পড়ে। অভাবের সংসারে কোনো কুলকিনারা না পেয়ে কিস্তির ওপর আরও একটি ইঞ্জিনচালিত ভ্যান কেনে। ১৫-২০ দিন যেতে না যেতেই সেই ভ্যানটিও চুরি হয়ে গেল। 

স্থানীয় ইউপি সদস্য আশরাফুল আলম বলেন, আসিফ হোসেন ভ্যান চালিয়ে উপার্জন করত। সেই টাকায় তাদের সংসার চলত। ভ্যান চুরি হয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে সে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঢাকা পোস্টকে বলেন, আসিফ হোসেন পেশায় ভ্যান চালক। দুই সপ্তাহ আগে কিস্তিতে একটি ইঞ্জিনচালিত ভ্যান কিনেছিল। শনিবার তার ভ্যানটি চুরি হয়ে যায়। কিস্তি নিয়ে কেনা ভ্যানটি হারিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়ে। এতে বাড়ির পাশের একটি নিম গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। 

তিনি আরও বলেন, রোববার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজু আহমেদ/এসপি