নোয়াখালীর কাবিলপুরের ইউপি চেয়ারম্যান গ্রেফতার
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬ নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহারকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে তাকে কাবিলপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
আনোয়ার হোসেন বাহার নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং কাবিলপুর ইউনিয়নের এয়ারপুর গ্রামের বারেক হাফেজ বাড়ির মৃত মোখলেছুর রহমানের ছেলে।
সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, পার্শ্ববর্তী সোনাইমুড়ী থানার দুটি পৃথক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি তিনি। ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করা হয়। ওইসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
হাসিব আল আমিন/আরআই