জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কল পেয়ে সাভারের আশুলিয়ায় সড়কের পাশের ময়লার স্তূপ থেকে খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুরের সরকার মার্কেট এলাকার সড়কের পাশ থেকে ওই পা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ওই সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় পথচারীরা ময়লার স্তূপ পলিথিনে মোড়ানো একটি খণ্ডিত পা দেখতে পান। তখন তারা ৯৯৯ এ কল করলে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় ওই পা উদ্ধার করে থানায় আনা হয়। খণ্ডিত পা পুরুষের বলে ধারণা করা হচ্ছে। কীভাবে সেখানে ওই পা এলো তা খতিয়ে দেখছে পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পা উদ্ধার করা হয়েছে। এ সময় পায়ের হাড়ের একটি অংশবিশেষও উদ্ধার করা হয়েছে। খণ্ডিত পা-এর ডিএনএ পরীক্ষার জন্য প্রস্তুতি চলছে।

মাহিদুল মাহিদ/এমএসআর