পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিরাপত্তাকর্মীর মৃত্যু
কুমিল্লা নগরীতে শপিং মলে টাঙানো পতাকা নামাতে গিয়ে নিরাপত্তাকর্মী মামুন মিয়া (৬২) বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন। সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় রেসকোর্স এলাকার ইস্টার্ন ইয়াকুব প্লাজার তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
নিহত মামুন দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।
ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম বলেন, সন্ধ্যার দিকে মামুন জাতীয় পতাকা নামাতে যান। হাত ফসকে প্লাগ স্ট্যান্ডটি বিল্ডিংয়ের পাশে থাকা বিদ্যুৎ খুঁটি তারে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুতায়িত হয়ে মারা যান। পরে তার সহকর্মীরা আমাদের খবর দিলে আমরা সেখানে যাই। বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা টাঙানো হয়েছিল।
ইস্টার্ন ইয়াকুব প্লাজার লোটো শো রুমের স্বত্বাধিকারী এমদাদুল হক সোহাগ জানান, দীর্ঘদিনের অনেক ভালো কর্মী ছিলেন তিনি। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মার্কেটের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎপৃষ্টে মারা গেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অমিত মজুমদার/এনএ