ভোলায় প্রীতি ভলিবল ম্যাচ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষ উপলক্ষে ভোলায় জেলা পুলিশের আয়োজনে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে ভোলা জেলা পুলিশ লাইন মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ভোলা জেলা পুলিশের সদস্য ও ভোলা প্রেস ক্লাবের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান। অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, পুনাকের সভানেত্রী নুরজাহান ইসলাম, সহ-সভানেত্রী ফারজানা বিনতে ওহাব, প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। দুই সেট খেলায় ১-১ সেটে ড্রে হয়।
বিজ্ঞাপন
ভলিবল খেলা উদ্বোধনকালে বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, সাংবাদিক ও পুলিশের মধ্যে এই প্রীতি ফুটবল ম্যাচ একটি চমৎকার আয়োজন। এর মাধ্যমে সবার মাঝে ভ্রাতৃত্ব সৃষ্টি হবে। আজ স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সকল মুক্তিযোদ্ধাকে জানাই শ্রদ্ধা ও সালাম।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা প্রশাসক তৌফিক-ই-এলাহী বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে যে খেলার আয়োজন করা হয়েছে এটি চমৎকার একটি উদ্যোগ। আমি এই সুন্দর আয়োজনকে সাধুবাদ জানাই।
ইমতিয়াজুর রহমান/এইচকে