জয়পুরহাট মাতালেন ইমরান
সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান। ইমরান যখন গাইতে শুরু করেন, তখন সামনের দর্শক-শ্রোতাদের মনে বেড়ে যায় উচ্ছ্বাস। সবাই তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে গাইতে ও নাচতে থাকেন। এবার তিনি জয়পুরহাটের দর্শক-শ্রোতাদের মাতিয়ে তুলেছেন। মঙ্গলবার (২১ ডিসেস্বর) রাতে জয়পুরহাট পুলিশ লাইন্স মাঠে তার গানের মূর্ছনায় ভেসে গেছেন দর্শক-শ্রোতা।
জেলা পুলিশ আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ইমরান ছাড়াও গান পরিবেশন করেছেন ক্লোজআপ ওয়ান খ্যাত রিংকু, সুকুমার বাউল ও গায়িকা সনিয়া রমা।
বিজ্ঞাপন
সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড ও শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের সার্বিক সহযোগিতায় সন্ধ্যা ৭টা থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে জয়পুরহাট রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের শিল্পীরা সংগীত পরিবেশন ও জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- ডিআইজি আব্দুল বাতেনের স্ত্রী নুর জাহান আক্তার হীরা, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট প্রমুখ।
বিজ্ঞাপন
চম্পক কুমার/এসপি