মুরাদ হাসান

সদ্য পদ হারানো তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক নাহিদ হেলালের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলার আবেদন করা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) বেলা ১২টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবদেনটি করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক হুমায়ুন কবির মামলাটি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য রাখেন।

মামলার বাদী সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ইখলেছার আলী বাচ্চুর অভিযোগ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ও তার পরিবারের প্রতি কুরুচিপূর্ণ কটূক্তি করেছেন ডা. মুরাদ হাসান ও উপস্থাপক নাহিদ হেলাল। এতে ব্যারিস্টার জাইমা রহমান ও তার পরিবারের মানহানি হয়েছে। 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ জানান, মামলাটি মূলত মানহানির মামলা। আদালতে ডা. মুরাদ হাসান ও উপস্থাপক নাহিদ হেলালের কুরুচিপূর্ণ আলাপচারিতার ছবি ও ভিডিও জমা দেওয়া হয়েছে। আদালত শুনানি শেষে মামলাটি গ্রহণ করেছেন। আদেশ পরবর্তীতে দেবেন বলে জানিয়েছেন। 

আকরামুল ইসলাম/এমএসআর