শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম উল্লেখ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, যেকোনো ধরনের খেলাধুলা ভাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটায়। কাবাডি খেলা আমাদের প্রাণের খেলা যা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মিশে রয়েছে। 

বুধবার (২২ ডিসেম্বর) রেঞ্জ পুলিশের আয়োজনে বিভাগীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় বরিশাল পুলিশ লাইন্স মাঠে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার আঞ্চলিক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কমিশনার আরও বলেন, আমাদের তরুণরা কাবাডি খেলার মাধ্যমে অসাধারণ ক্রীড়াশৈলী ও নৈপূণ্য দেখিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ আরও উজ্জ্বল করবে আমরা সেটাই প্রত্যাশা করি।

এর আগে সকালে জেলা পুলিশ লাইন মাঠে বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানায়, প্রতিটি জেলায় মহিলা ও পুরুষ দুটি করে দল প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। বরিশাল বিভাগের ৬ জেলা এবং মাদারীপুর ও বাগেরহাটসহ ৮টি জেলার মহিলা ও পুরুষের ১৬টি দল অংশগ্রহণের মধ্য দিয়ে আজ প্রতিযোগিতার আঞ্চলিক পর্বের উদ্বোধন হয়েছে। আগামীকাল হবে ফাইনাল খেলা।

সৈয়দ মেহেদী হাসান/আরআই