মধ্যপ্রাচ্য ফেরত ২৮ জনকে ২৫ হাজার করে টাকা প্রদান
ফরিদপুরে মধ্যপ্রাচ্য থেকে ফিরে আসা ২৮ জন নারী-পুরুষকে ২৫ হাজার টাকা করে মোট সাত লাখ টাকা প্রদান করা হয়েছে। মধ্যপ্রাচ্য ফেরত শ্রমিকদের (নারী/পুরুষ) পুনর্বাসন সহায়তা প্রকল্পের অধিনে কারিতাস ফরিদপুর ও বরিশাল অঞ্চলের উদ্যোগে এ আয়োজন করা হয়।
বুধবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ফরিদপুর শহরতলীর রঘুনন্দনপুর ক্যাথলিক মিশন কার্যালয়ের সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুল আলম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর পরিচালক ষষ্ঠীপদ রায়, সহকারী পরিচালক, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক এ এস এম আলী আহসান প্রমুখ।
বিজ্ঞাপন
এ ছাড়া আরও উস্থিত ছিলেন- ছিলেন পাল-পুরোহিত বরুন গোমেজ, শান্তিরানী কোয়াজি প্যারিস, এছাড়াও ব্র্যাক,ওকাপ সংস্থার উচ্চ পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল আঞ্চলিক অফিস এবং প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস বেপারী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কারিতাসের মাঠ কর্মকর্তা এ্যালেক্স স্যাময়েল বাড়ৈ।
অনুষ্ঠানে মধ্যপ্রাচ্য থেকে ফিরে আসা ফরিদপুরের মধুখালি, সালথা, নগরকান্দা, ফরিদপুর সদর ও চরভদ্রাসন উপজেলার ২৮ জনকে পুনর্বাসন ও আত্মকর্মস্থানের জন্য এ টাকা প্রদান করা হয়। এর মধ্যে ২১ জন নারী এবং ৭ জন পুরুষ।
জহির হোসেন/আরআই