ঘন কুয়াশার কারণে টানা ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে আসলে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় ৮ শতাধিক  যানবাহন আটকে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে ঘাট এলাকায় দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত ৩ কিলোমিটার এলাকায় ৬ শতাধিক যানবাহন আটকা পড়েছে। অন্যদিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে আরও দুই কিলোমিটার এলাকায় ২ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।

গোয়ালন্দ মোড়ে আটকে থাকা ট্রাকচালক আইয়ুব খান বলেন, আমি গতকাল দুপুর থেকে গোয়ালন্দ মোড়ে এসে আটকে আছি। সারারাত শীতের মধ্যে খোলা আকাশের নিচে ছিলাম। কুয়াশার কারণে ১০ ঘণ্টা ফেরি বন্ধ থাকার পর পুনরায় চালু হলেও এখনো গোয়ালন্দ মোড়েই আটকে আছি। কখন যে ফেরির দেখা পাব, বুঝতে পারছি না।

দিগন্ত পরিবহনের যাত্রী সুমন রহমান বলেন, আমি রাতের নৈশকোচে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাচ্ছিলাম। ফেরি বন্ধ থাকায় রাত ১টার দিকে এসে ঘাট এলাকায় আটকে যাই। সারা রাত বাসের মধ্যে তীব্র শীতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

ঈগল পরিবহনের যাত্রী সুমাইয়া আক্তার বলেন, সপরিবারে ঢাকায় যাচ্ছি। সাথে আমার দেড় বছর বয়সী শিশু বাচ্চাও রয়েছে। আমরা বড় মানুষ একটু সহ্য করতে পারি। কিন্তু আমার শিশু বাচ্চার অনেক কষ্ট হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জামাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, ১০ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এই মুহূর্তে ঘাট এলাকায় শত শত যানবাহন নদী পার হওয়ার জন্য অপেক্ষা করছে। বর্তমানে এই রুটে ১৬টি ফেরি চলাচল করছে।

মীর সামসুজ্জামান/এমএসআর/জেএস