দুই শিক্ষার্থীকে চাপা দিয়ে ডোবায় পড়ে যায় পিকআপ

লক্ষ্মীপুরে বাইসাইকেলযোগে মাদরাসা থেকে বই আনতে গিয়ে তেলবাহী পিকআপভ্যানের চাপায় সজিব হোসেন (১২) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।

এ সময় মনোয়ার হোসেন (১৪) নামের আরেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। মনোয়ারকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠান। সজিব ও মনোয়ার সম্পর্কে চাচা-ভাতিজা।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে সকালে ঢাকা থেকে ফেরার পথে রায়পুরের চরপাতা এলাকায় চাঁদপুর সড়কে ট্রাক-সিএনজির সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত আহত হয়েছেন আরও চারজন।

জাহাঙ্গীর কমনগর উপজেলার চরলরেঞ্চ গ্রামের মৃত আবদুর শহিদের ছেলে। বিদেশ যাওয়ার জন্য তিনি ঢাকায় মেডিকেল চেকআপ শেষে বাড়ি ফিরছিলেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।

বই আনতে গিয়ে নিহত সজিব মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের খোরশেদ আলমের ছেলে এবং আহত মনোয়ার একই গ্রামের গোলাম মাওলার ছেলে। সজিব মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও মনোয়ার যাদৈয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সজিব তার চাচা মনোয়ারের সঙ্গে সাইকেলযোগে বই আনার জন্য মাদরাসায় যায়। মাদরাসার সামনে পৌঁছালে লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া তেলবাহী পিকআপ তাদের চাপা দেয়।

এতে চাচা-ভাতিজা গুরুতর আহত হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ সড়কের পাশে ডোবায় পড়ে যায়। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে সজিব মারা যায়। অবস্থার অবনতি হওয়ায় মনোয়ারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

যাদৈয়া ইসলামিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ আনোয়ার হোসেন বলেন, সজিবের মৃত্যু ও মনোয়ারের আহতের ঘটনা দুঃখজনক। 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই দুর্ঘটনায় একজন মারা গেছে। আশঙ্কাজনক হওয়ায় মনোয়ারকে ঢাকায় পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) কাউছার আহম্মেদ বলেন, পিকআপটি জব্দ করা হয়েছে। চালকও আহত হয়েছেন শুনেছি। তবে তাকে আটক করা যায়নি। নাম-পরিচয়ও জানা যায়নি। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সকালে জাহাঙ্গীর নামে এক যুবক রায়পুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

হাসান মাহমুদ শাকিল/এএম