ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২২ ব্যাচের মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসানের (১৬) হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও শোক র‌্যালি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মানববন্ধন ও শোক র‌্যালি করে।

এ সময় স্কুলের ছাত্র ও মেহেদীর বন্ধুরা কান্নায় ভেঙে পড়ে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়। তারা বলে, আমরা সাধারণ ছাত্র। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দ্রুত শনাক্ত করা হোক। এভাবে যেন আর কোনো মায়ের বুক খালি না হয়। কোনো বন্ধুকে যেন এভাবে আর না হারাতে হয়। আমরা এই হত্যাকাণ্ডের  দৃষ্টান্তমূলক শাস্থি চাই।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনিসুর বলেন, পুলিশ এই হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত করছে। মামলা প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন ভূঁইয়া বলেন, আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। 

প্রসঙ্গত, গতকাল বুধবার রাতে মেহেদী বাসায় কাজ করছিল। পরে বন্ধু পরিচয়ে একজন তাকে ডেকে নিয়ে যায়। এর ঘণ্টাখানেক পর স্থানীয় লোকজন খবর দেয় মেহেদী রাস্তার পড়ে আছে। খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এম এ সামাদ/আরআই