নলছিটি উপজেলার বারইকরণ এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ সুগন্ধা নদীর চরে আটকে আছে

ঝালকাঠির নলছিটি উপজেলার বারইকরণ এলাকার সুগন্ধা নদীর চরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ আটকে আছে। রোববার (৩১ জানুয়ারি) দুপুর থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত একই স্থানে আটকে আছে মরদেহটি। মরদেহ উদ্ধারে একাধিকবার নলছিটি থানা পুলিশকে খবর দিলেও আসেনি।

এদিকে সন্ধ্যা নামার পরও মরদেহ উদ্ধারে পুলিশ না আসায় নদী তীরবর্তী এলাকাবাসীর মধ্যে ভীতি তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। 

স্থানীয় চা দোকানি হালিম হাওলাদার বলেন, মরদেহ দেখে আমার ১০ বছরের ছেলে বিকেল থেকে ভয়ে কাতর হয়ে আছে। এখন তো সন্ধ্যা নামল। পুলিশ এখনো মরদেহ উদ্ধারে এল না।

একই এলাকার কৃষক জামাল হোসেন বলেন, দুপুরে আমরা ৯৯৯ নম্বরে কল দিয়েছি। তারা আমাদের জানিয়েছে বিষয়টি নলছিটি থাকায় জানানো হয়েছে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত পুলিশ আসেনি।

স্থানীয়রা জানায়, নলছিটির মাটিভাঙ্গা স্থান থেকে সকাল ১০টায় মরদেহটি ভাসতে ভাসতে আসে। ওই সময় নলছিটি থানা পুলিশকে জানানো হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুঠোফোনে বিষয়টি জানালে ঢাকা পোস্টকে বলেন, মরদেহ পড়ে থাকার বিষয়টি জানি; বলে ফোনের সংযোগ কেটে দেন। 

ইসমাঈল হোসাঈন/এএম