জাকের পার্টির চেয়ারম্যান খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী

র‍্যাব ও পুলিশপ্রধানের উপর নিষেধাজ্ঞার পর অভিজিৎ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ধরতে যুক্তরাষ্ট্র ৫০ লাখ ডলার পুরষ্কার ঘোষণা করেছে। বিষয়টি সন্দেহের চোখে দেখছেন জাকের পার্টির চেয়ারম্যান খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী। যুক্তরাষ্ট্রকে ‘গভীরভাবে পর্যবেক্ষণে রাখা’ বাঞ্ছনীয় বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের কৈজুরী জাকের মঞ্জিল ময়দানে পার্টির বিভাগীয় ইসলামী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মো. মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা আমীর ফয়সল বলেন, ‘ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীদের দিয়ে আবারও দেশে বোমা হামলা করানো হতে পারে।’

‘সন্ত্রাস দমনে র‍্যাব-পুলিশ ব্যর্থ- এমন অজুহাতে দেশে সৈন্য পাঠানোর প্রস্তাবও আসতে পারে। কারণ, ভূরাজনৈতিক দিক বিবেচনায় বাংলাদেশ এশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। তাই বিশ্বের দুই বলয়ের পরাশক্তিরা বাংলাদেশের মাটি ব্যবহারের উদ্দেশ্যে নানা কৌশলে চাপ সৃষ্টি করতে চাইবে।’

জাকের পার্টির চেয়ারম্যান বলেন, ‘দেশ-বিদেশে মহাজোট সরকার হটানোর ষড়যন্ত্র হচ্ছে। রাজনীতির আকাশে কালো মেঘের ঘনঘটা। ২০০৫-৬ সালে জাকের পার্টি এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়েছিল। প্রয়োজনে আবারও প্রতিরোধ গড়বে।’

তিনি বলেন, ‘যারা বোমা মেরে মানুষ হত্যা করে রক্তের হোলি খেলায় মেতেছিল, তাদেরকে দ্বিতীয়বার ক্ষমতায় আসতে দেওয়া হবে না। বাংলাদেশকে ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করতে হবে। স্বাধীনতা বিরোধীদের হাত থেকে রক্ষা করতে হবে।’

মোস্তফা আমীর ফয়সল বলেন, ‘ইসলামের মানবিক সৌন্দর্য ও মূল্যবোধ বিনষ্টকারী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়তে হবে। জাকের পার্টি কোটি কোটি মানুষের ভালোবাসার দল। আমরা পেশাদার রাজনীতি করি না, বর্তমান ধারার রাজনীতিতে বিশ্বাসও করি না। তবে কোনো ষড়যন্ত্রের জালে জাকের পার্টিকে ঢেকে রাখা যাবে না। দেশ ও জনগণের রক্ষায় জাকের পার্টি ছিল, আছে এবং আগামীতেও থাকবে।’

সমাবেশে বক্তব্য দেন জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার-সহ আরও অনেকে। সমাবেশে ফরিদপুর বিভাগের (প্রস্তাবিত) সকল জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতাসহ জাকের পার্টির সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জহির হোসেন/এইচকে