গাজীপুরের শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা বহরে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে। হামলায় পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাতেন সরকারের কর্মীসমর্থকরা স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমেদ সরকারের (আনারস) নির্বাচনী প্রচারণায় হামলা চালায়। এ সময় তার প্রচারণায় ব্যবহৃত ১৫টি মোটরসাইকেলে ভাঙচুর চালিয়ে যন্ত্রাংশসহ মাইক, হ্যান্ড মাইক ও কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে জানিয়েছেন প্রার্থী ফরিদ।

আহতরা হলেন স্বতন্ত্র প্রার্থীর কর্মী আব্দুর সামাদ মাদবর, জহিরুল ইসলাম, আব্দুর রউফ, মো. সানি ও আব্দুস সালাম।

ফরিদ আহমেদ সরকার জানান, সন্ধ্যায় ইউনিয়নের লোহাই বাজার, আবদার এলাকাসহ কয়েকটি এলাকায় গণসংযোগ শেষে ছাতির বাজার এলাকায় গণসংযোগ করছিলেন। এ সময় হঠাৎই প্রচারণার কাজে ব্যবহৃত কয়েকটি মোটরসাইকেল হামলা চালিয়ে ভাঙচুর করে আওয়ামী লীগ প্রার্থীর নেতাকর্মীরা। এতে স্বতন্ত্র প্রার্থীর পাঁচজন কর্মী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলার বিষয়ে জানতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাতেন সরকারের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, ঘটনাস্থলে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

শিহাব খান/এইচকে