মাটি কাটার সময় পাওয়া যায় এই মূর্তি

জমিতে মাটি কাটতে গিয়ে বিষ্ণুমূর্তি বের হয়েছে। এটি কালো পাথরের তৈরি ও ওজন ২০ কেজি। রোববার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির কুশাবাড়ী এলাকায় নাগননদের পাশে আবুল হোসেনের জমি থেকে মাটি কাটার সময় এই মূর্তিটি পাওয়া যায়। 

স্থানীয় সূত্র ও আদমদীঘি থানা পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কুশাবাড়ী গ্রামের কৃষক আবুল হোসেন নাগর নদের পাশে নিজ জমিতে মাটি কাটা শুরু করেন। দুপুরে মাটি কাটার সময় একটি কালো পাথরের বিষ্ণুমূর্তির সন্ধান পান।

এ সময় স্থানীয় ব্যক্তিরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন এর সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে জানান, প্রায় ২০ কেজি ওজনের ৩ ফুট ৪ ইঞ্চি দৈর্ঘ্য ও ১ ফিট ৭ ইঞ্চি প্রস্থ মূর্তিটি হিন্দু সম্প্রদায়ের কালো পাথরের বিষ্ণুমূর্তি। পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানায় এনে রেখেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সাখাওয়াত হোসেন জনি/এনএ