ভূঞাপুরে কেন্দ্রে প্রবেশ করে নৌকায় সিল মারার চেষ্টা
টাঙ্গাইলের ভূঞাপুরে দল বেঁধে কেন্দ্রের ভেতরে প্রবেশ করে নৌকা প্রতীকে সিল মারার ঘটনা ঘটেছে। রোববার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা দাখিল মাদরাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহরিয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
ভোটাররা জানান, হঠাৎ কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে ভোটাররা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে।
প্রিসাইডিং কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, হঠাৎ কয়েকজন কেন্দ্রে প্রবেশ করে জোরপূর্বক নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ব্যালট নিয়ে সিল মারার চেষ্টা করে। এ সময় পুলিশের সহযোগিতায় ব্যালট পেপার উদ্ধার করতে পারলেও চারটি ব্যালট পাওয়া যায়নি। তবে সেই ব্যালটে সরকারি কোনো সিল-স্বাক্ষর ছিল না। এ ঘটনায় ভোটগ্রহণ আধাঘণ্টা বন্ধ ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুনরায় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।
বিজ্ঞাপন
অভিজিৎ ঘোষ/আরআই