গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা পল্লীবিদ্যুৎ এলাকায় অবরোধ করার দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে এএসআর গ্রুপের শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন।

কারখানার শ্রমিক নার্গিস, সুজন, কামাল জানান, এএসআর গ্রুপের গোল্ডেন সোয়েটার কারখানায় কর্মকর্তাসহ শ্রমিকদের গত তিন বেতন বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার সময় দিয়েও বেতন পরিশোধ করেনি। তিন মাসের বেতন না পেয়ে আমাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহার জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, প্রায় দেড় ঘণ্টা পর শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল শুরু হয়। শ্রমিকদের বেতনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

শিহাব খান/এসপি