নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে মেয়র প্রার্থীসহ ১৭৭ জন কাউন্সিলর প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার। 

এ সময় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী নৌকা এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার হাতি প্রতীক পেয়েছেন। প্রতীক পাওয়ার পর নাসিকের এই দুই হেভিওয়েট মেয়র প্রার্থী তাদের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে শক্তির জানান দিয়েছেন। 

প্রতীক পাওয়ার পর আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আমরা বরাবরের মত এবারো জয়যুক্ত হবো আশা করছি। সর্বশেষ ২০১৬ সালেও আমি নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছিলাম। বিগত দিনে আমি মানুষের কল্যাণে কাজ করেছি। আমি আশা করি এবারো জনগণ আমার সঙ্গে থাকবে।

তিনি বলেন, আমি আওয়ামী লীগ করি বিধায় আমাকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। দল সব দিক চিন্তা করেই আমাকে প্রতীক দিয়েছে। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়তো অনেক অভিযোগ করছে। কিন্তু তিনি যেসব এলাকায় যাচ্ছেন সবগুলো এলাকার রাস্তাঘাট কিন্তু সিটি করপোরেশন করেছে। আমি বলবো সত্য বলুন। কারণ ভোটের পরে আমরা সবাই এক সঙ্গেই থাকব। 

আইভী আরও বলেন, আমি কখনই সরকার বা সরকারি দলের কোনো সুবিধে নেইনি। আমি নিজেও আচরণবিধি লঙ্ঘন করিনি। আমি এতদিন ঘরেই ছিলাম। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিনিয়ত প্রচারণা চালাচ্ছেন। 

এই নির্বাচনে শামীম ওসমানের অবস্থান প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, উনি আমার বড় ভাই, উনি একজন এমপি। এমপি হওয়ার কারণে উনি প্রচারণায় আসতে পারবেন না। যেহেতু উনি বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, শেখ হাসিনার কর্মী সেহেতু উনি নৌকার বাইরে যাবেন না। উনিও কিন্তু নৌকা প্রতীক নিয়েই নির্বাচন করেন। মান-অভিমান, দলের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতেই পারে কিন্তু সবাইকে আহ্বান জানাবো আসুন একসঙ্গে নৌকার জন্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশ বিনির্মাণে কাজ করি।। 

প্রতীক পাওয়ার পর স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, এই নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের নির্বাচন। ১৮ বছরের সিন্ডিকেট নিয়ন্ত্রিত সিটি করপোরেশনকে মুক্ত করার নির্বাচন। আমি নির্বাচিত হলে নাসিক ভবন হবে জনগণের ভবন, সিটি করপোরেশন হবে সেবামূলক করপোরেশন। যেখানে গরিবের মাথার ছাদ কেড়ে নিয়ে ধনীদের জন্য ফ্ল্যাট বানানো হবে না, সেবা না দিয়ে ট্যাক্স বাড়িয়ে নিম্ন ও মধ্যবিত্তকে শোষণ করা হবে না। 

তিনি আরও বলেন, হাতি উঠলে কিন্তু নৌকা ডুবে যায়। আমি আল্লাহকে ছাড়া কাউকে পরোয়া করি না। আমাকে শামীম ওসমান, পুলিশ প্রশাসনের সঙ্গে যুদ্ধ করেই নারায়ণগঞ্জ শহরে হাঁটতে হয়েছে। আমি মানুষের ভালোবাসায় প্রার্থী হয়েছি। শামীম ওসমানের পায়ে আমি হাঁটি না নারায়ণগঞ্জ শহরে। অনেকে প্রশ্ন করেন কেন আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আমি জাতীয় পর্যায়ের রাজনীতি করলেও নারায়ণগঞ্জের জনগণের চাহিদা ও তাদের আকাঙ্ক্ষার ব্যাপারে আমাকে সচেতন থাকতে হয়। জনগণের প্রয়োজনেই আমাকে এখানে নির্বাচনে দাঁড়াতে হয়েছে। 

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ দলীয় নেতারা। তৈমুর আলম খন্দকার প্রতীক পেয়ে জেলা আদালত চত্বর থেকে বেরিয়ে যাওয়ার প্রাক্কালে প্রতীক নিতে নির্বাচন অফিসে প্রবেশ করেন সরকার দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ দলীয় নেতারা। 

এদিকে মেয়র পদে আরও পাঁচ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ দলীয় প্রতীক হাতপাখা, খেলাফত মজলিশের প্রার্থী এ বি এম সিরাজুল মামুন দলীয় প্রতীক দেয়াল ঘড়ি, খেলাফত আন্দোলনের প্রার্থী জসিম উদ্দিন বটগাছ, কল্যাণ পার্টির প্রার্থী রাশেদ ফেরদৌসের দলীয় প্রতীক হাতঘড়ি বরাদ্দ পেয়েছেন। তবে স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বাবু বিকেল পর্যন্তও প্রতীক বরাদ্দ নিতে আসেননি।

রাজু আহমেদ/আরএআর