বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে পটুয়াখালীতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে শহিদ আলাউদ্দিন শিশু পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে সদস্যসচিব স্নেহাংসু সরকার কুট্টির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোটেক বিলকিস জাহান শিরিন, জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ।

এর আগে সকালে জেলা বিএনপি সমাবেশ শুরু হওয়ার আগেই দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় সভাস্থলের মঞ্চ ও চেয়ার ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে পাঁচজন কর্মী আহত হন বলে জানায় জেলা বিএনপি।

পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। তবে আওয়ামী লীগ নেতা-কর্মীদের রাস্তা থেকে সরিয়ে দিতে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে।

দীর্ঘ ১৪ বছর পর এবার এই প্রথম পটুয়াখালী শহরের বড় পরিসরে সমাবেশ করার সুযোগ পেল জেলা বিএনপি।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এনএ