তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ
তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ। আমার রক্তে বাঁচবে প্রাণ, এটাই হোক মানবতার গান। এই স্লোগানে জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ২৬ ডিসেম্বর ঢাকার ওয়ারীতে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির উদ্বোধন করেন জাগ্রত ব্যবসায়ী ও জনতা সংগঠনের চেয়ারম্যান শিহাব রিফাত আলম।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমাদের দেশের হাসপাতালগুলোতে এখনো প্রয়োজনের তুলনায় রক্তের সরবরাহ অনেক কম। এনো প্রতিবছর অনেক রোগী রক্তের অভাবে মারা যায়। এর কারণ রক্ত দান সম্পর্কে আমাদের অজ্ঞতা ও অমূলক কুসংস্কার। কেউ যদি স্বেচ্ছায় রক্ত দান করেন এতে যেমন একজন মুমূর্ষু রোগীর জীবন যেমন বাঁচে, তেমনি রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে গড়ে উঠে সম্পর্কের সেতু বন্ধন।
স্বাগত বক্তব্য রাখেন জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাবের প্রেসিডেন্ট আঞ্জুমান আরা ডলি। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় ছয় লাখ ব্যাগ নিরাপদ রক্তের চাহিদা রয়েছে। এ চাহিদা পূরণের অংশীদারিত্বের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত ব্যবসায়ী ও জনতা'র চেয়ারম্যান শিহাব রিফাত আলমের মানবিক মননশীল পরিকল্পনা ও নির্দেশনায় এক ঝাঁক উদ্যমী তরুণ স্বেচ্ছাসেবক নিয়ে ২০২০ সালের মার্চে গঠিত হয় জাগ্রত ব্যবসায়ী ও জনতা'র অংগ সংগঠন জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব।
বিজ্ঞাপন
এসব তরুণ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব প্রতিদিন সমগ্র বাংলাদেশে বিভিন্ন হাসপাতালে মুমূর্ষু রোগীর জন্য ৪০ থেকে ৫০ ব্যাগ নিরাপদ রক্ত সরাসরি সরবরাহ করে থাকে এবং সাধারণ মানুষের মধ্যে রক্ত দানে উৎসাহ বৃদ্ধির জন্য স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালনা করে আসছে। রক্তের সীমাহীন চাহিদা পূরণে রক্তদান কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদানের জন্য মানুষ আগ্রহী হলেও রক্তদানে উদ্বুদ্ধকরণ উল্লেখযোগ্য নয়। জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব রক্তদানে উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতার জন্যও নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করে আসছে।
দিনব্যাপী কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত ব্যবসায়ী ও জনতা সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মেহেদী আরমান জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক রাকিবুুর রহমান মাহবুবসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন জাগ্রত ব্যবসায়ী ও জনতার অংগ সংগঠন 'জাগ্রত পথশিশুর' প্রেসিডেন্ট মাঈনউদ্দীন, কোয়ান্টাম ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর শেখ মো. ফয়সালসহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে স্বেচ্ছায় রক্তদাতাদের মাঝে জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে বিশেষ সনদপত্র বিতরণ করা হয়।
এমএএস