ফাইল ছবি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে যান চলাচল স্বাভা‌বিক হ‌য়ে‌ছে। সোমবার (১ ফেব্রুয়া‌রি ) দুপুর ১১টার পর মহাসড়‌কে যান চলাচল স্বাভা‌বিক হয়। বর্তমানে মহাসড়‌কের কোথাও গা‌ড়ির দীর্ঘসা‌রি বা যানজট নেই। 

বিষয়টি নিশ্চিত করে এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হো‌সেন ব‌লেন, ঘন কুয়াশা আর পরপর মহাসড়‌কে দুই দুর্ঘটনার কারণে যানজট ও গাড়ির ধীরগ‌তি ছিল। প‌রে বেলা বাড়ার সা‌থে সা‌থে মহাসড়‌কে যানচলাচল স্বাভা‌বিক হয়।

এর আগে ঘন কুয়াশায় ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে ভোররাত থে‌কেই থে‌মে থে‌মে চল‌ছিল যানবাহন। এতে মহাসড়‌কের প্রায় ২০ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে গা‌ড়ির দীর্ঘ লাইন সৃ‌ষ্টি হ‌য়ে‌ছিল।

বঙ্গবন্ধু সেতু ট্রা‌ফিক ক‌ন্ট্রোল রুম সূ‌ত্রে জানা গে‌ছে, ঘন কুয়াশা আর মহাসড়‌কের কা‌লিহাতী উপ‌জেলার জোকারচর এলাকায় পরপর দুটি দুর্ঘটনার কার‌ণে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়। ভোররাত থেকেই মহাসড়‌কে থে‌মে থে‌মে যানবাহন চলে। 

অভিজিৎ ঘোষ/আরএআর