মাসুদ

বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছেন। এ ঘটনায় হাসপাতালে দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ‌জিমুল ক‌রিম জানায়, একটি চুরির ঘটনায় গণধোলাই খাওয়া মাসুদ খান নামের আসামিকে ৩০ ডিসেম্বর সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। তার পাহারায় ছিলেন দুই পুলিশ সদস‌্য।

তিনি আরও জানান, শনিবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে যেকোনো সময় আসামি মাসুদ পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়াসহ হাসপাতাল থেকে পালিয়ে যায়। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে জানিয়ে হাসপাতালে দায়িত্বরত পুলিশের নায়েক মশিউর রহমান ও কনস্টেবল সজল ঘরামীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সৈয়দ মেহেদী হাসান/এমএসআর