সোনারগাঁ প্রেসক্লাবের সভাপতি যুগান্তরের এম এম সালাহউদ্দিন
সোনারগাঁ প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব নিলেন যুগান্তরের সিনিয়র সাব-এডিটর এম এম সালাহউদ্দিন। শনিবার (১ জানুয়ারি) দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষে সোনারগাঁ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া নবনির্বাচিত কমিটির ১১ সদস্যকে শপথবাক্য পাঠ করান।
বিজ্ঞাপন
সভায় প্রথম পর্বে সভাপতিত্ব করেন ক্লাবের বিদায়ী সভাপতি অসিত কুমার দাস। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি এম এম সালাহউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতি পদে শপথ গ্রহণ করেন যুগান্তরের এম এম সালাহউদ্দিন, সহসভাপতি পদে দৈনিক ইনকিলাবের নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা মোক্তার হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার আকতার হোসেন, অর্থ সম্পাদক আমাদের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক ডেসটিনির সোনারগাঁও প্রতিনিধি খায়রুল আলম খোকন, দফতর সম্পাদক দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন, সাংবাদিক কল্যাণ সম্পাদক দৈনিক সংবাদের সোনারগাঁও প্রতিনিধি মাহবুবুল ইসলাম সুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক খবরপত্রের সোনারগাঁ প্রতিনিধি মাসুম মাহমুদ। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে শপথ নিয়েছেন, মনির হোসেন ও শামসুল আলম তুহিন।
বিজ্ঞাপন
এ সময় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা এ কে এম মাহফুজুর রহমান, ফিরোজ হোসাইন মিতা, সাইফুল আলম রিপন, সাবেক আহ্বায়ক মাসুদ শায়ান, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, সাবেক সদস্য কাজী সেলিম রেজা, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, রবিউল হুসাইন, শাহদাত হোসেন রতন, আনিছুর রহমান, হারুন অর রশিদ, মশিউর রহমান, মাহবুব হোসেন, মাজহারুল ইসলাম, কবির হোসেন, নাসির উদ্দিন ও হুমায়ন কবির প্রমুখ।
শপথ অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে বিদায়ী কমিটি দায়িত্ব হস্তান্তর করে।
এনএ