মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় প্রাইভেটকার উল্টে আনিকা (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত আনিকা ইডেন কলেজের ছাত্রী ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দ আনিসুর রহমানের মেয়ে।

রোববার (২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, সকালে আনিকা তার ছোট বোন ও বোনের এক সহপাঠীর সঙ্গে ঘুরতে যান চাঁদপুর এলাকায়। ঢাকা ফেরার পথে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার পাখির মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের প্রাইভেটকারটি রাস্তার পাশে নিচু জায়গায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আনিকা মারা যান। আনিকার ছোট বোন সৈয়দা জান্নাত (১৭) আহত হন। তিনি গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত হন প্রাইভেটকার চালক রাশেদুল হাসান ইফতি। তাকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইফতি নিহত আনিকার ছোট বোন জান্নাতের সহপাঠী।

নিহত আনিকার মরদেহ এবং দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি ভবেরচর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে।

ভবেরচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাজালাল বাবুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব.ম শামীম/এমএএস