পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের গুরুদাসপুরে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হয়েছেন তৃতীয় লিঙ্গের নদী দেওয়ান।

জানা গেছে, উপজেলার ২ নং বিয়াঘাট ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনে (কলম প্রতীক) প্রার্থী হয়েছেন নদী। এই আসনে তার সঙ্গে আরও সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

নদী দেওয়ান ঢাকা পোস্টকে বলেন, গুরুদাসপুরে ইউপি নির্বাচনে আমিই একমাত্র তৃতীয় লিঙ্গের প্রার্থী হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মর্যাদা দিয়েছেন। আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। দেশের উন্নয়নে আমরাও ভূমি রাখতে পারি। আমি জয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করে যাব।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ফেরদৌস আলম বলেন, গুরুদাসপুর উপজেলার একমাত্র তৃতীয় লিঙ্গের প্রার্থী নদী দেওয়ান। সব প্রার্থীর মতো নদী দেওয়ানের দিকে খেয়াল রাখা হচ্ছে। তৃতীয় লিঙ্গের প্রার্থী হিসেবে কেউ যেন তার প্রচার-প্রচারণায় সমস্যা সৃষ্টি করতে না পারে, সেজন্য তাকে যোগাযোগ করতে বলা হয়েছে।

তাপস কুমার/এসপি