মই আনতে গিয়ে ১১ কেভি তারে পুড়ল কলেজশিক্ষার্থী
টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যুতের আগুনে পুড়ে সোহাগ নামের এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদ মার্কেটের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ মিয়া (২০) ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী এবং স্থানীয় রনি কম্পিউটার ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। তিনি জামালপুর সদর উপজেলার কাস্টসিংগা গ্রামের আয়নাল হকের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, কাজ করার জন্য সোহাগ মসজিদ মার্কেটের তৃতীয় তলার একটি রুম থেকে স্টিলের মই আনতে গিয়ে ১১ কেভি তারের সঙ্গে জড়িয়ে পড়েন। মুহূর্তেই বিদ্যুতের আগুনে শরীর পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দোকানের আগুন নিয়ন্ত্রণে নিয়ে সোহাগকে মরদেহ উদ্ধার করে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব বলেন, পুলিশ মরদেহ হেফাজতে নিয়েছে। পরিবার যদি অভিযোগ না দেয়, তাহলে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন
অভিজিৎ ঘোষ/এনএ