কুড়িগ্রামের নাগেশ্বরীতে সবার অজান্তে মৃত্যুর আগ মুহূর্তে রবীন্দ্রনাথ সরকার নামের এক অবসরপ্রাপ্ত  স্কুলশিক্ষকের হাতের আঙুলের ছাপ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের খামার হাসনাবাদ সেনপাড়া এলাকায়। এ ঘটনায় সোমবার (৩ জানুয়ারি) নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মৃতের পুত্রবধূ অঞ্জনা রানী।

জানা যায়, রোববার (২ জানুয়ারি) ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তার শারীরিক সেবা-যত্ন করার সময় দেখতে পায় তার ২ হাতের বৃদ্ধাঙ্গুলিতে কালির ছাপ লাগানো। এ বিষয়ে পরিবারের লোকজন নাগেশ্বরী থানায় অভিযোগ করতে গেলে সন্ধ্যায় খবর পান তার মৃত্যু হয়েছে। বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমায়।

পরিবারের অভিযোগ, একটি কুচক্রী মহল তাদের ক্ষয়ক্ষতি ও সম্পদ আত্মসাতের উদ্দেশ্যে এই কাণ্ড ঘটিয়েছে। যে কারণে তার এই মৃত্যু হয়েছে। তাই এর সুষ্ঠু তদন্তসহ বিচার দাবি করেছেন পরিবারের লোকজন।

মৃত রবীন্দ্রনাথ রায়ের কৃষ্ণা চন্দ্র (৪৬) ও রত্না সেন (৪০) নামে দুই মেয়ে রয়েছে এবং রঞ্জু কুমার সরকার নামে এক ছেলে ছিলেন। তিনি এক বছর আগে মারা যান। রঞ্জুর স্ত্রী অঞ্জনা রানী শ্বশুরবাড়িতে দুই মেয়েকে নিয়ে থাকেন।

রবীন্দ্রনাথ সরকারের স্ত্রী ললিতা সরকার (৬৫) জানান, রোববার তার স্বামী অসুস্থ থাকাবস্থায় নাগেশ্বরী পৌরসভার চামটারপাড় সুখাতি এলাকার জোগেন মোক্তার নামের এক ব্যক্তি তাকে দেখতে আসেন। তখন তাদের ঘরে কেউ ছিল না। পরে বের হওয়ার সময় দেখেন তিনি ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। এ সময় বাড়ির পূত্রবধূর কাছ থেকে পান-সুপারি চাইলে তিনি তা খেয়ে চলে যান। পরে তার পুত্রবধূ অঞ্জনা রানী তার শ্বশুরের হাতপায়ে তেল মালিশ করতে গিয়ে দেখেন দুই হাতের বৃদ্ধাঙ্গুলে কালির ছাপ। এটি দেখে হতবাক হয়ে যান তিনি। পরে ওই আগন্তুক জোগেন মোক্তারকে ডাকলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

মেয়ে রত্না রানী বলেন, কোনো একটি মহল ভবিষ্যতে আমাদের ক্ষয়ক্ষতিসহ অর্থসম্পদ হাতিয়ে নেওয়ার জন্য সবার অজান্তে আমার বাবার দুই হাতের আঙুলের টিপসই নিয়ে রেখেছে।

পুত্রবধূ অঞ্জনা রানী বলেন, আমি বাবার শরীরে তেল মালিশ করতে গিয়ে দেখি তার আঙুলে কালির ছাপ। কে বা কারা এটি করেছে, আমাদের জানা নেই। তবে যে-ই করুক, আমাদের ক্ষতি করার জন্য কিংবা সম্পদ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে করেছে। বিষয়টি অভিযোগের জন্য থানায় গেলে সন্ধ্যায় খবর পাই বাবা মারা গেছেন। এ খবর পেয়ে তৎক্ষণাৎ বাড়ি ফিরে আসি। ভবিষ্যতে যেন আমাদের কোনো ক্ষতি না হয়, এ জন্য আমি প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করছি।

এ ব্যাপারে হাসনাবাদ ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান সরকার বলেন, আমি খবর পাওয়ার পর সরেজমিনে গিয়ে দেখি ঠিকই তার হাতের আঙুলে ছাপ। তাই পরিবারের লোকজনকে নিয়ে থানায় জিডি করা হয়েছে।

নাগেশ্বরী থানার পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র জানান, এ ব্যাপারে থানায় একটি জিডি করেছেন মৃত ব্যক্তির পুত্রবধূ। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মো. জুয়েল রানা/এনএ