সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। বুধবার (৫ জানুয়ারি) ভোররাত থেকে সকাল সা‌ড়ে ১০টা পর্যন্ত মহাড়কের টাঙ্গাইল সদর উপজেলার বিক্রমহাটি, রাবনা, ঘারিন্দা, আশেকপুর, তারটিয়া ও করটিয়া এলাকায় এ চিত্র দেখা যায়।

এ‌তে প‌রিবহন চলাচল স্বাভা‌বি‌কের তুলনায় সর্তকতা মে‌নে ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। তারা নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারছেন না। চালক ও যাত্রীরা জানান, অন্য দিনের চে‌য়ে ভোররাত থে‌কে কুয়াশার কার‌ণে যানবাহন বাড়‌তি সতর্কতা মে‌নে চল‌ছে।

উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগামী শ্যামলী এসআই প‌রিবহ‌নের চালক র‌ফিকুল বলেন, ভোর থেকে প্রচুর কুয়াশা পড়েছে। মহাসড়‌কের কোথাও কোথাও ঘন কুয়াশায় প‌রিবহ‌নে লাইট জ্বা‌লি‌য়ে যে‌তে হ‌চ্ছে। দি‌নের বে‌লা‌তেও লাইট জ্বা‌লি‌য়ে গন্ত‌ব্যে যা‌চ্ছি। সড়কে ৫০ মিটার সামনেই দেখা যায় না।

অনন্যা পরিবহনের চালক রুস্তম আলী বলেন, বগুড়া থেকে ঢাকায় যাচ্ছি। কয়েক দিনের তুলনায় আজকে কুয়াশা অনেক বেশি পড়ছে। কুয়াশার কারণে স্বাভাবিক গতিতে গাড়ি চালানো যাচ্ছে না। এতে নির্দিষ্ট সময়ে ঢাকায় পৌঁছাতে পারব না।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, অন্য যেকোনো দিনের তুলনায় অনেক বেশি কুয়াশা পড়েছে। হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।

টাঙ্গাইল আবহাওয়া অফিসের বেলুন মেকার লুৎফর রহমান বলেন, বুধবার টাঙ্গাইলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকেই কুয়াশা অনেক বেশি।

অভিজিৎ ঘোষ/এমএসআর