ফাইল ছবি

শরীয়তপুর-চাঁদপুরের নরসিংহপুর ঘাটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে করে ঘাটে ৩ শতাধিক যানবাহন আটকে পড়ে আছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ঘাট ম্যানেজার আব্দুল মমিন।

আব্দুল মোমেন বলেন, ঘন কুয়াশার কারণে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরিতে যে লাইট ব্যবহার করা হয় সেগুলো দিয়ে কুয়াশায় সামনে তেমন দেখা যায় না। তাই দুর্ঘটনা এড়াতে বন্ধ রয়েছে ফেরি। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হবে।

তিনি আরও বলেন, এই রুটে ৭টি ফেরি চলছে। হঠাৎ করে গাড়ির চাপ এই রুটে বেড়ে গেছে। ফেরিঘাটে তিনশর অধিক গাড়ি আটকে আছে। ফেরি চলাচল স্বাভাবিক হলে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, মোংলা স্থলবন্দর, ভোমরা স্থলবন্দর, বেনাপোল, বরিশাল, খুলনাসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার পরিবহন শরীয়তপুর-চাঁদপুর সড়কের নরসিংহপুর এলাকার ঘাট দিয়ে নদী পারাপার হয়ে থাকে। নরসিংহপুর ফেরিঘাটে নিয়মিত ৭টি ফেরি চলে করছে।

সৈয়দ মেহেদী হাসান/এমএসআর