চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৭ জানুয়ারি) সকালে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি হলেন মো. মিজান গাজী (৫৫)। এ নিয়ে হাইমচরে নির্বাচনী সহিংসতায় দুজন মারা গেলেন।

জানা গেছে, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে হাইমচর উপজেলার ২ নং আলগী উত্তর ইউনিয়ন জামিলায়ে মহিলা দাখিল মাদরাসা কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মিজান গাজী গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।  

সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া ও কালু গাজী বলেন, ভোটের দিন কেন্দ্রের বাইরে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মিজান গাজী আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। 

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, হাইমচরে নির্বাচনী সংঘর্ষে কয়েকজন আহত হন। এর মধ্যে মিজান গাজীকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবারের পক্ষ থেকে এখনও কেউ থানায় অভিযোগ করেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

শরীফুল ইসলাম/এসপি