বিপুল পরিমাণ জনগণকে সরকারের সাহায্য দেওয়া সম্ভব নয়
বিপুল পরিমাণ জনগণকে সাহায্য দেওয়া সরকারের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বাংলাদেশ একটি ছোট দেশ। এই দেশে ১৬ কোটি জনসংখ্যা বিপুল। এখানে সকলকে কর্মঠ হতে হবে। শুধু খেলায় নয় পরিবারের আর্থিক উন্নয়নের চেষ্টাও করতে হবে। সরকারের ভাতার দিকে তাকিয়ে না থেকে স্বাবলম্বী হতে হবে।
শুক্রবার (৭ ডিসেম্বর) দুপুরে সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছল ক্রীড়াবিদদের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী বলেন, সরকার আপনাদের প্রতি সহানুভুশীল। আপনাদেরও খেলার মান উন্নয়ন করতে হবে। খেলাধুলায় যত বেশি যুব সমাজ অংশগ্রহণ করবে, দেশ থেকে মাদক তত দ্রুত দূর হবে। মাঠের খেলায় আকৃষ্ট করতে না পারলে ছেলেমেয়েরা মাদকাসক্ত হয়ে পড়বে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরিশালের জেলা প্রশাসক (ডিসি) জসীম উদ্দীন হায়দার। উপস্থিত ছিলেন- বিসিবি পরিচালক আলমগীর খান আলো, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু প্রমূখ।
বিজ্ঞাপন
এ সময় ২৪ জন অসচ্ছল ক্রীড়াবিদদের মাঝে ২৪ হাজার টাকা করে ৫ লাখ ৭৬ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
সৈয়দ মেহেদী হাসান/আরআই