ময়মনসিংহের হালুয়াঘাটে গারো সম্প্রদায়ের দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সোলায়মান হোসেন রিয়াদকে (১৭) কিশোর সংশোধনাগারে পাঠিয়েছেন আদালত। 

রোববার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রাফিজুল ইসলামের আদালতে রিয়াদকে হাজির করা হলে তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ইন্সপেক্টর প্রসুন কান্তিদাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একই মামলার ৭ নম্বর আসামি শরীফুল ইসলাম (২২) আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে গ্রেফতার অন্য পাঁচ আসামি শরীফ মিয়া (২২), মিজানুর রহমান (২২), মিয়া হোসেন (২০), আব্দুল হামিদ (১৯) এবং রুকন মিয়ার (২১) দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

উল্লেখ্য, শুক্রবার (৭ জানুয়ারি) রাতে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ গাজীপুর ও জেলার বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে এবং র‌্যাব-১৪ এর একটি দল মামলার প্রধান আসামি রিয়াদকে জেলার গফরগাঁও থেকে গ্রেফতার করে। 

এর আগে গত ২৭ ডিসেম্বর রাতে ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হয় দুই কিশোরী। এ ঘটনায় ৩০ ডিসেম্বর হালুয়াঘাট থানায় ১০ জনকে আসামি করে ধর্ষণ মামলা করেন এক কিশোরীর বাবা।

উবায়দুল হক/আরএআর